অশ্লীল ছবি প্রদর্শন, বাড়ছে অপরাধ বিভাগঃ আমতলী আগস্ট ১৬, ২০১৫; ২:১৫ অপরাহ্ণ 621 বার দেখা হয়েছে আমতলীর ছোট বড় হাট বাজারসহ বিভিন্ন স্থানে অসাধু ব্যবসায়ীরা সরকারি নীতিমালা উপেক্ষা করে গড়ে তুলেছে অবৈধ সিডি ও কম্পিউটারের ব্যবসা। উপজেলার হলদিয়া, কাঁঠালিয়া, গাজীপুর, গোছখালী, আড়পাঙ্গাশিয়া, খেকুয়ানী, খুড়িয়া খেয়াঘাট, মনিকঝুড়ি, আজিমপুর, চুনাখালী, মহিষকাটা, অফিস বাজার, তালুকদারহাটসহ বেশ কয়েকটি স্থানে গভীর রাতে সিডি চ্যানেলে চালানো হচ্ছে নীল ছবি। এ ছবির অধিকাংশ দর্শকই বয়সে তরুণ। ফলে এই তরুণ সমাজ বিপথগামী হচ্ছে বলে অনেক অভিভাবকের অভিযোগ। এমনকি সদরের বিভিন্ন কম্পিউটারের দোকানে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ভিড় থাকে নিয়মিত। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrintআরো পড়ুন : প্রেমের ফাঁদে কুয়াকাটায় স্কুলছাত্রী, গণধর্ষণের শিকার ২০১৫-০৮-১৬ Barguna Online