ঈদের নামাজে সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বিভাগঃ বাংলাদেশ মে ২৫, ২০২০; ৫:৫৪ অপরাহ্ণ 440 বার দেখা হয়েছে বরগুনা অনলাইন : সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদের নামাজ পড়ানোর সময় সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন আইয়ুব আলী (৭০) নামে এক ইমাম। সোমবার (২৫ মে) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটী ইউনিয়নের শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে ঈদের জামাতে এ ঘটনা ঘটে। মৃত ইমাম আইয়ুব আলী উপজেলার নন্দলালপুর আলিম মাদরাসার সিনিয়র আরবি প্রভাষক ছিলেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ইমামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব জানান, সকালে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়াচ্ছিলেন ইমাম আইয়ুব আলী। নামাজ শুরুর পর প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে আর ওঠেননি তিনি। পরে মুসল্লিরা তাকে মৃত অবস্থায় পান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আরো পড়ুন : বরগুনা ও পটুয়াখালীতে ডাক বিভাগে অচলাবস্থাশেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-০৫-২৫ bakibillah