গণপরিবহন-শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ১৫ জুন পর্যন্ত, অফিস খুলবে ৩১ মে বিভাগঃ বাংলাদেশ মে ২৭, ২০২০; ৬:৪০ অপরাহ্ণ 513 বার দেখা হয়েছে বরগুনা অনলাইন : ৩০ মের পর সাধারণ ছুটি আর বাড়ছে না। গণপরিবহন ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ বুধবার (২৭ মে) বিকেলে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, অফিস চললেও সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। স্কুল-কলেজ বন্ধ থাকবে। তবে দূরশিক্ষণ কার্যক্রম আগের মতো অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর সাক্ষরিত প্রজ্ঞাপন কিছুক্ষণ আগে পেয়েছি। দেশে করোনা প্রাদুর্ভাবের কারণে গত ২৬ মার্চ থেকে বেশ কয়েকদফা সরকারি ছুটির মেয়াদ বাড়ানো হলেও এবার ৩০ মের পর আর ছুটির মেয়াদ বাড়ানো হবে না। তিনি জানান, করোনাভাইরাসের কারণে সব ধরনের সভা-সমাবেশ, ধর্মীয় জমায়েত আগের মতো বন্ধ থাকবে। হাট-বাজার-দোকানপাটে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা চলবে বিকেল ৪টা পর্যন্ত। মসজিদ-মন্দিরে আগের মতো স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনা চলবে বলে যোগ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আরো পড়ুন : এসএসসি ও দাখিল পরীক্ষার ফল ৩১ মেশেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-০৫-২৭ bakibillah