bihanga deep

বিহঙ্গ দীপ

আজকের গন্তব্য বিহঙ্গ দ্বীপ।

সুন্দরবনের কূলঘেঁষে বলেশ্বরের অবস্থান। যার পূর্বে অবস্থিত বরগুনা জেলার পাথরঘাটা এবং পশ্চিমে ম্যানগ্রোভ সুন্দরবন। বলেশ্বরের ঠিক মাঝখানে প্রায় ১৫০ একরজুড়ে গোলাকার আকৃতির এ দ্বীপের অবস্থান। আনুমানিক ২০ বছর আগে জেগে উঠেছে বিশাল এ দ্বীপ। আস্তে আস্তে প্রকৃতি তা নিজের খেয়ালে সাজিয়ে নিয়েছে। দ্বীপ সন্নিকটের বাসিন্দা ও জেলেদের আনাগোনা শুরুর পর থেকে দ্বীপটি নজরে আসে স্থানীয় পর্যটকদের।