bihanga deep বিভাগঃ আগস্ট ২১, ২০২০; ৭:০৫ অপরাহ্ণ 78 বার দেখা হয়েছে আজকের গন্তব্য বিহঙ্গ দ্বীপ। সুন্দরবনের কূলঘেঁষে বলেশ্বরের অবস্থান। যার পূর্বে অবস্থিত বরগুনা জেলার পাথরঘাটা এবং পশ্চিমে ম্যানগ্রোভ সুন্দরবন। বলেশ্বরের ঠিক মাঝখানে প্রায় ১৫০ একরজুড়ে গোলাকার আকৃতির এ দ্বীপের অবস্থান। আনুমানিক ২০ বছর আগে জেগে উঠেছে বিশাল এ দ্বীপ। আস্তে আস্তে প্রকৃতি তা নিজের খেয়ালে সাজিয়ে নিয়েছে। দ্বীপ সন্নিকটের বাসিন্দা ও জেলেদের আনাগোনা শুরুর পর থেকে দ্বীপটি নজরে আসে স্থানীয় পর্যটকদের। ২০২০-০৮-২১ bakibillah