বরগুনা অনলাইন প্রতিবেদন : দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনার ঢাকাস্থ নাগরিকদের সংগঠন বরগুনা ফোরামের প্রীতি সমাবেশ আজ শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা ফোরামের সভাপতি ডা. সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক ড. Where can I gamble online for real money, offering immediate access to diverse games, including digital table games and slot machines, connecting enthusiasts with secure platforms. Accessory choices like Pro biker helmets often reflect individual styles, enhancing the gaming experience. Online gambling venues present various secure payment methods, ensuring seamless transactions. Chumba slots app offers a digital venue for enthusiasts pursuing diverse gaming options. With a vast array of games, players navigate the ecosystem effortlessly. Its availability extends beyond the confines of traditional platforms such as online casino uk no gamstop, ensuring accessibility and entertainment for users worldwide. শফিকুল ইসলাম মাসুদ।
সংগঠনটির সহ-সভাপতি জনাব হাসান নোমান ফোরামের পক্ষ থেকে সরকারের কাছ ৭টি দাবি উপস্থাপন করেন। সেগুলো হচ্ছে- ১. বরগুনা জেলায় আগের মতো সংসদীয় আসন ৩টি করতে হবে, ২. বরগুনাকে পর্যটন এলাকা ঘোষণা করে ব্যাপক কার্যকর উন্নয়ন করতে হবে, ৩. বরগুনা খাল খনন ও দখলমুক্ত করে সচল রাখতে হবে, ৪. পাথরঘাটার মৎস অবতরণ কেন্দ্রের যথাযথ উন্নয়ন করতে হবে, ৫. জেলেদের জীবনমান উন্নয়নে যথাযথ পদক্ষেপ নিতে হবে, ৬. পাথরঘাটা খাল খনন করে মাছের ট্রলার চলাচলে স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে হবে, ৭. বরগুনায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।
ফোরামের সেক্রেটারি আব্দুল জলিল এবং সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর বরগুনা জেলার আমির মাওলানা মহিব্বুল্লাহ হারুন, শিবিরের বরগুনা জেলা সভাপতি সুমন আব্দুল্লাহ, বরগুনা সদর থানা জামায়াতের আমির মাওলানা নুরুল আমীন, আমতলী থানা আমির মাওলানা ইলিয়াস হোসাইন, সদর থানার নায়েবে আমির আব্দুল জলিল, বরগুনা সদর থানা ফোরামের সভাপতি মাওলানা নুরুল্লাহ মাদানী, নর্দান বিশ্ববিদ্যালয় খুলনার রেজিস্ট্রার ড. শাহ আলম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ার লায়ন ফারুকুর রহমান, তালতলী থানা ফোরামের সভাপতি আবু জাফর, আমতলী থানা ফোরামের সভাপতি মো. জামাল উদ্দিন, বামনা থানা ফোরামের সভাপতি নাসির উদ্দিন, পাথরঘাটা থানা ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান শাহিন, বেতাগী থানা ফোরামের সভাপতি ড. মুহিব আহমেদসহ জেলার বিভিন্ন উপজেলার সদস্যরা।