তালতলীতে অপহরণের পর শিশু উদ্ধার বিভাগঃ তালতলী সেপ্টেম্বর ১৮, ২০১৫; ৬:২৯ অপরাহ্ণ 532 বার দেখা হয়েছে বরগুনা অনলাইন : তালতলীতে পঞ্চম শ্রেণির ছাত্র কাকনকে (১১) অপহরনের দুই ঘন্টার পরই উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার এ ঘটনা ঘটে। কাকন উপজেলার উত্তর ঝাড়াখালী গ্রামের কাঞ্চন আলী খানের ছেলে। সে আলীর বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। স্থানীয় সুত্রে জানা গেছে, আলীর বন্দর গ্রামের ছানাউল্লাহ খানের ছেলে কড়ইবাড়ীয়া বাজারের শীর্ষ মাদক ব্যবসায়ী কামাল (৩০) তার ছোট ভাই শিহাবকে পাঠিয়ে বল খেলার কথা বলে কাকনকে বাড়ী থেকে ডেকে নেয়। পরে কামাল ও তার সহযোগী কচুপাত্রা গ্রামের মজিবর মুন্সীর পুত্র ইলিয়াস(২৬) মোটর সাইকেলে করে কাকনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর কাকনের বাবা কাঞ্চন আলী খানের কাছে মোবাইলে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। আরো পড়ুন : অল্প সময়ে জনপ্রিয় সোনাকাটা ইকোপার্ক, সংস্কারের অভাবে ভোগান্তিকাঞ্চন আলী তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে তালতলী থানায় জানালে পুলিশ পূর্ব কচুপাত্রার নদীসংলগ্ন নির্জন এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে কাকনকে উদ্ধার করে থানা পুলিশ। তবে এ সময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আখতারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint তালতলী ২০১৫-০৯-১৮ Barguna Online