----

তালতলীতে মাহিন্দ্র উল্টে নিহত ১,আহত ৫

বরগুনার তালতলীতে মালবোঝাই মাহিন্দ্র উল্টে একজন নিহত হয়েছে। শনিবার সকাল সোয়া ৯টার দিকে তালতলীর নলবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তালতলীর লাউপাড়া গ্রামের মিরাজ ফরাজীর মাহিন্দ্র গাড়িতে টিউবওয়েলের মালামাল নিয়ে নলবুনিয়া যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা আসলাম নামের একজন গাড়ির নিচে পড়ে নিহত হন। নিহত আসলাম বাড়ি বরগুনা সদর উপজেলার শিংড়াবুনিয়া গ্রামের আনছার মিয়ার পুত্র।

গাড়িতে থাকা অপর পাঁচ শ্রমিক গুরুতর আহত হন। আহতদের আমতলী সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- ইব্রাহীম(২০), সৈয়দ (২৪), ইলিয়াস (২২), আল-আমিন (২৭) ও ইলিয়াস (২৫)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *