দেশে সাধারণ ছুটি বাড়লো ১৪ই এপ্রিল পর্যন্ত বিভাগঃ বাংলাদেশ এপ্রিল ৬, ২০২০; ১:১৪ পূর্বাহ্ণ 440 বার দেখা হয়েছে করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এর আগে ৯ই এপ্রিল পর্যন্ত জারি করা সাধারণ ছুটি ১৩ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ইউসুফ হারুণ জানান, “১১ই এপ্রিল পর্যন্ত ছুটি ছিল আগে থেকেই। এবার ১২ ও ১৩ তারিখ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ সরকারি ছুটি থাকায় সাধারণ ছুটির মেয়াদ বাড়বে ১৪ই এপ্রিল পর্যন্ত।” প্রথম দফায় ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত দশদিন সাধারণ ছুটি ঘোষণা করে বাংলাদশের সরকার। এরপর ৩১শে মার্চ জানানো হয় ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে আরো পাঁচদিন, অর্থাৎ ৯ই এপ্রিল পর্যন্ত। আর ১০ ও ১১ই এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় ১২ তারিখ থেকে কর্মদিবস পালন করার কথা ছিল বাংলাদেশে। আরো পড়ুন : দোকান ও মার্কেট খুললে সংক্রমণ বাড়বে : স্বাস্থ্যমন্ত্রীএর আগে মার্চ মাসের মাঝামাঝি সময়েই ঘোষণা করা হয় যে ১৭ থেকে ৩১শে মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাতিল করা হয় ১লা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। ২৪শে মার্চ সাধারণ ছুটি ঘোষণা করার পর শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদও বাড়িয়ে ৯ই এপ্রিল পর্যন্ত নেয়া হয়। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-০৪-০৬ bakibillah