করোনার উপসর্গ নিয়ে বরগুনায় আরেকজনের মৃত্যু, যেতে পারলেন না হাসপাতালে বিভাগঃ বরগুনা সদর জুন ২২, ২০২০; ১২:৫২ অপরাহ্ণ 443 বার দেখা হয়েছে গোলাম কিবরিয়া, বরগুনা অনলাইন : বরগুনা সদরের থানা পাড়া এলাকায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তিনি মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত এগারোটার দিকে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স খবর দেওয়া হয়, কিন্তু করোনা আক্রান্ত গুঞ্জন শুনে ড্রাইভার চলে যায়। পরবর্তীতে পিপিই পরে আরেকজন ড্রাইভার আসেন, কিন্তু কোনো এক কারণে তিনিও চলে যাযন। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে এবং তারা ডাক্তার আনার ব্যবস্থা করার কথা বলে। এর প্রায় আধা ঘন্টা পরে একজন স্বাস্থ্যকর্মী আসেন, তিনি তার উপরস্থ কর্মকর্তাদের ফোন দিলে অ্যাম্বুলেন্স ও ডাক্তার ঘটনাস্থলে আসে। কিন্তু রোগীকে অ্যাম্বুলেন্সে তোলার আগেই তিনি মারা যান। আরো পড়ুন : বাল্যবিয়ে : বাবা-মায়ের নামে কিশোরীর মামলাস্থানীয়রা জানান, রাত এগারোটা থেকে বিভিন্ন জায়গায় কল দিয়ে রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে, ভ্যানে করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু ভ্যানচালকও রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে অপারগতা জানান। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-০৬-২২ bakibillah