----

বরগুনায় আরো ৩ করোনা রোগী শনাক্ত

বরগুনা অনলাইন

বরগুনা অনলাইন : বরগুনায় এক সাংবাদিকসহ তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় ২০ জন রোগী শনাক্ত হলেন। বৃহস্পতিবার সকালে বরগুনা জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, গতকাল রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট আমাদের হাতে এসেছে। শনাক্ত একজনের বাড়ি বরগুনা পৌর এলাকায়, বাকি দুজন বামনা ও আমতলী উপজেলার বাসিন্দা।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ‘আক্রান্তের বাড়িসহ আশেপাশের পাঁচটি বাড়ি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘কারা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিল তা জানার চেষ্টা চলছে।’

এ পর্যন্ত বরগুনার বামনা উপজেলায় পাঁচজন, বেতাগী উপজেলায় দুইজন, আমতলী উপজেলায় চারজন ও সদর উপজেলায় নয়জনসহ মোট ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুজন মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *