গোলাম কিবরিয়া, বরগুনা অনলাইন : বরগুনায় একদিনেই নতুন করে আরো ১০ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এনিয়ে এ জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬৪ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৬ জন। এছাড়া যে ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন তাদের সবাই মোটামুটি ভালো আছেন।
বরগুনার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে ৫ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, চারজনের বাড়ি বামনা উপজেলায় এবং একজনের বাড়ি তালতলী উপজেলায়।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান বলেন, শনিবার প্রাপ্ত ফলাফল অনুযায়ী বরগুনায় একদিনে ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে আগে থেকেই পাঁচজন করোনা সন্ধিগ্ধ হিসেবে বরগুনা জেনারেল হাসপাতালে আইসোলেশন এ চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো বলেন, এরই মধ্যে বরগুনার স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসকের তত্তাবধানে থেকে ৩৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই মুহূর্তে যে ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন তারাও ভালো আছেন। তাদের কারো অবস্থায়ই সঙ্কটাপন্ন নয়।