বরগুনায় ডিজিটাল আইনে দুই সাংবাদিকসহ আটক ৪ বিভাগঃ বরগুনা সদর মে ৭, ২০২০; ১২:৪৫ অপরাহ্ণ 397 বার দেখা হয়েছে গোলাম কিবরিয়া : ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা এক মামলায় বরগুনার দুই সাংবাদিকসহ চারজনকে আটক করেছে পুলিশ । বুধবার রাতে পৃথক পৃথকভাবে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানা ওসি আবির হোসেন মোহাম্মদ। গ্রেফতারকৃত এ দুই সাংবাদিক হলেন- টুয়েনটি ফোর নিউজ ( টিভি চ্যানেল), বাংলা ট্রিবিউন ও দেশ রুপান্তর জেলা প্রতিনিধি সুমন শিকদার; দৈনিক বর্তমান, বাংলা নিউজ ২৪ ডটকম ও স্থানীয় দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক মীর জামাল। এছাড়া স্থানীয় চরকলনীর রমিজ জাবের টিংকু ও ছগীর হোসেন টিটু নামের আরো দুইজনকে আটক করা হয়েছে। এ মামলায় অন্য আসামিরা হলেন, আসাদ সবুজ, রাব্বি, ও রুবেল। আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। আরো পড়ুন : নলী মাদরাসার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ১৮ মার্চসদর থানার ওসি আবির হোসেন মোহাম্মদ জানান, বুধবার লামিয়া নামে এক নারী তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাদের আটক করা হয়। মামলায় সাতজন নামীয় আসামি রয়েছেন। আসমিদের বিরুদ্ধে ওই নারী ও তার মায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মিথ্যা বানোয়াট গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি। এ ব্যাপারে অভিযুক্তদের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-০৫-০৭ bakibillah