বরগুনা অনলাইন : বরিশাল বিভাগের মধ্যে এই প্রথমবারের মতো নারী সিভিল সার্জন হিসেবে বরগুনা জেলায় ডা. মারিয়া হাসান যোগদান করেছেন। মঙ্গলবার বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করেন তিনি।
এ সময় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত সিভিল সার্জন ডা. মারিয়া হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান।
তার পূর্বের কর্মস্থল ছিলো পিরোজপুর জেলার ইন্দুরকানি (জিয়া নগর) উপজেলায়। সেখানে তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে জেলার মুকসুদপুর উপজেলায় এবং স্বামীর বাড়ি বরিশাল শহরে।