বরগুনা অনলাইনের বার্তা সম্পাদকের চাচার ইন্তেকাল বিভাগঃ বামনা অক্টোবর ৮, ২০২০; ৫:৪৪ অপরাহ্ণ 361 বার দেখা হয়েছে নিজস্ব প্রতিবেদক : বরগুনা অনলাইনের বার্তা সম্পাদক এবং দৈনিক নয়া দিগন্ত, রুপালি বার্তা পিপলস টাইম ও পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়ার ছোট চাচা মোসাদ্দেক বিল্লাহ আর নেই। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সন্ধায় হঠাৎ স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর। তিনি আশা এনজিওর লোন অফিসার পদে আমতলীতে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, কন্যা ও ১৫ দিনের ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় বামনা উপজেলার বুকাবুনিয়ার নিজ বাড়িতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrintআরো পড়ুন : বামনায় চেয়ারম্যানের বিরুদ্ধে মৃত প্রবাসীর স্ত্রীর টাকা আত্মসাতের অভিযোগ ২০২০-১০-০৮ bakibillah