গোলাম কিবরিয়া, বার্তা সম্পাদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বামনায়। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সকাল ১০টায় কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বেগম খালদা জিয়ার রোগ মুক্তিতে দোয়া অনুষ্ঠিত হয়।
বামনা উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম দিপু সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বামনা উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রানা। বিশেষ অতিথির বক্তব্য দেন ইকবাল কোরইশী বাবু সাংগঠনিক সম্পাদক বামনা উপজেলা বিএনপি,ইসা খন্দকার সাংগঠনিক সম্পাদক বামনা উপজেলা বিএনপি, এছাড়া বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র যুগ্ন- আহবায়ক রিয়াদ চৌধুরী,যুগ্ন-আহবায়ক সাজ্জাদুল ইসলাম বাচ্চু মোল্লা, রায়হান নাজীর ধলু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মো. সাহাবউদ্দিন বাচ্চু মোল্লা, মো. আনিছুজ্জামান দুলাল হাং, মোঃ রহমান মল্লিক, মোঃআবু সালেহ, মোঃ আফজাল হোসেন মোল্লা, মোঃইদ্রিস সিকদার, মোঃজসিম উদ্দিন জোমাদ্দার, মোঃ হেমায়েত উদ্দিন বাচ্চু নাজির, মোঃ রিয়াজ মোল্লা, খাইরুল ইসলাম জামাল, সোহাগ খান, মোঃ নাসির জোমাদ্দার, মোঃ সজিব হোসেন মুন্না, মোঃ রায়হান খান, মোঃ হাফিজুল রহমান সাজ্জাত প্রমুখ।