বেতাগীতে এক জেলেকে রক্তাক্ত জখম

বেতাগীতে এক জেলেকে রক্তাক্ত জখম

মো:কামাল হোসেন খান, বেতাগী : বেতাগীতে ঢালী গ্রামের ভবরঞ্জন ঢালীকে (৪৭) মারধর করে গুরুতর আহত করেছে একই গ্রামের সন্তোষ মাঝীর ছেলে সঞ্জয় মাঝি (২৭), সুজন মাঝি ও নারায়ন মাঝি। বেতাগী পৌরসভার জেলে নিবন্ধন কার্যক্রম হালনাগাদ যাচাই-বাছাইকালে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় বেতাগী থানায় মামলা হয়েছে।

জানা যায়, গত সোমবার (২২ জুন) দুপুরে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনাতনে পৌরসভার জেলে নিবন্ধন হালনাগাদ কার্যক্রমের যাচাই বাছাই চলে। এ সময় ভবরঞ্জন ঢালী এবং একই গ্রামের সন্তোষ মাঝির ছেলে সঞ্জয় মাঝির সাথে কথার কাটাকাটি হয়। একপর্যায়ের সঞ্জয় মাঝি ভবরঞ্জন ঢালীকে লাঠি দিয়ে এলোপাথারি আঘাত করে। এতে ভবরঞ্জন ঢালীর মাথা, নাক ও ডান চোখে প্রচণ্ড আঘাত লেগে রক্তক্ষরণ হয় এবং গুরুতর আহত হয়।

এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন, সঞ্জয় গাঁজা ও ইয়াবা সেবনে যুক্ত। এ ছাড়া তার বৃদ্ধ মা বাবাকে প্রায়ই মারধর করে এবং ভরণপোষণ দেয় না।

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং বলেন,’ ভবরঞ্জন ঢালীর নাক ও চোখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের চক্ষু ইউনিটে ভর্তি করানো দরকার।’

এ ব্যাপারে ভবরঞ্জন ঢালী বেতাগী থানায় সঞ্জয় মাঝি, সুজন মাঝি ও নারায়ন মাঝিকে আসামি করে গত ২২ জুন একটি মামলা করেছেন।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন তপু বলেন,’ থানায় মামলা হয়েছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *