মোল্লা স্যারের মৃত্যুবার্ষিকীতে বরগুনা অনলাইনের শ্রদ্ধা বিভাগঃ পাথরঘাটা জুন ৩০, ২০২০; ৭:০৪ অপরাহ্ণ 537 বার দেখা হয়েছে বরগুনা অনলাইন : আব্দুল আজিজ মোল্লা। ‘মোল্লা স্যার’ বলেই ডেকেছেন সবাই। এ অঞ্চলের সবার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ১৯৩৯ সনে মেট্রিক পাস করে বৃটিশ সরকারিবাহিনী হোমগার্ডে এডজুটেন্ট পদে যোগ দেন। বৃটিশ সরকার চলে যাওয়ার পর চলে আসেন আদিনিবাস বরগুনার ঢলুয়া ইউনিয়নের বান্দরগাছিয়ায়। নদীর কাছে বাড়ি হওয়ায় কুমিরের উপদ্রব ছিল। একদিন বন্দুক নিয়ে কুমির মারতে আসেন কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আহের উদ্দিন হাওলাদার। সেখানে তাঁর সাথে পরিচয় হয় আব্দুল আজিজ মোল্লার। তিনি প্রস্তাব দেন তাঁর সদ্য প্রতিষ্ঠিত স্কুলে শিক্ষকতা করতে। সরকারি চাকরিতে যোগদানের সুযোগ থাকা সত্ত্বেও তিনি শিক্ষকতার প্রস্তাব গ্রহণ করেন। সৈনিক থেকে হয়ে যান মানুষ গড়ার কারিগর। মানুষের শ্রদ্ধা ভালবাসায় কাটিয়েছেন সারাজীবন শিক্ষকতা ও সমাজসেবায়। আজ ৩০জুন। ২০১০ সনের এই দিনে তিনি পাড়ি জমান পরপারে। এই গুণী মানুষটির প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছে বরগুনা অনলাইন। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrintআরো পড়ুন : আড়াই লাখ টাকায় বিক্রি হলো একটি ভোল মাছ ২০২০-০৬-৩০ bakibillah