রিফাত হত্যা মামলার রায় ৩০ সেপ্টেম্বর বিভাগঃ বরগুনা সদর সেপ্টেম্বর ১৬, ২০২০; ৬:১৪ অপরাহ্ণ 413 বার দেখা হয়েছে গোলাম কিবরিয়া,বার্তা সম্পাদক : বরগুনার বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামীর পক্ষের যুক্তিতর্ক শেষে আজ যুক্তি খন্ডন করেছেন রাষ্ট্রপক্ষ। সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ আসাদুজ্জামান মিয়ার আদালতে যুক্তিখন্ডন শুরু হয়। যুক্তিখন্ডন শেষে মামলার রায়ের দিন ধার্য্য করেন আগামী ৩০ সেপ্টেম্বর। সাক্ষীদের হুমকি দেয়ার অভিযোগে মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনানি শেষে আদালত মিন্নিকে রায়ের আগ মুহূর্ত পর্যন্ত তার আইনজীবীর জিম্মায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু জানান, প্রাপ্তবয়স্ক ১০ আসামীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাসহ ৭৬ জন সাক্ষীর প্রত্যেকেই সাক্ষ্য দিয়েছেন আদালতে। এরপর ২৬ আগষ্ট থেকে শুরু হয় যুক্তিতর্ক। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে আসামীপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি তুলে ধরেন আদালতে। আজ আসামীপক্ষের আইনজীবীদের যুক্তি খন্ডন করেন রাষ্ট্রপক্ষ। এরপরই মামলার রায়ের দিন ধার্য্য করেন বিচারক। এদিকে সাক্ষীদের হুমকি দেয়ার অভিযোগে গত ৮ জানুয়ারি মিন্নির জামিন বাতিলের আবেদন করেন রাষ্ট্রপক্ষ। দফায় দফায় সময় চায় মিন্নির আইনজীবী। আদালত সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করায় পিছিয়ে যায় জামিন বাতিলের আবেদনের শুনানি। আজ মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনানি শেষে আদালত মিন্নিকে তার আইনজীবীর জিম্মায় দিয়েছে। গত বছরের ২৬ জুন সন্ত্রাসী নয়ন-রিফাত বন্ড বাহিনী বরগুনা সরকারি কলেজ গেটে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে। এরপর রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪জনকে আসামি করে পৃথক দুটি চার্জশিট দেয় পুলিশ। আরো পড়ুন : চাল আত্মসাতের অভিযোগ দেয়ায় জেলেকে কুপিয়ে রক্তাক্তশেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-০৯-১৬ bakibillah