সুন্দরবনের মাঝের চরে অস্ত্র তৈরির আস্তানা বিভাগঃ পাথরঘাটা জুন ১৮, ২০২০; ১২:১০ অপরাহ্ণ 375 বার দেখা হয়েছে গোলাম কিবরিয়া,বরগুনা অনলাইন : সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর মাঝেরচর এলাকায় একটি অস্ত্র তৈরির আস্তানায় অভিযান চালিয়েছে পাথরঘাটা কোস্টগার্ড ষ্টেশন। এ অভিযানে পাঁচটি পাইপগানসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার মেহেদী হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৭টার দিকে পূর্ব সুন্দরবন সংলগ্ন মাঝেরচরে অভিযান চালায় পাথরঘাটা কোস্টগার্ড। ঘণ্টাব্যাপী অভিযানে একটি অস্ত্র তৈরির আস্তানা থেকে পাঁচটি পাইপগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেন কোষ্টগার্ড। এসময় তিনি আরও বলেন, সুন্দরবনের জলদস্যু বাহিনী আবারও এক হওয়ার চেষ্টা করছে। এ জন্য তারা অস্ত্র তৈরিতে পারদর্শী একটি চক্রের মাধ্যমে অর্ডার দিয়ে অস্ত্র বানাচ্ছে। অস্ত্র তৈরির সেই চক্রটি এই মাঝেরচরে বসেই অস্ত্র বানাচ্ছিল। যা গোয়েন্দা তৎপরতার কারণে আমরা জানতে পারি। আরো পড়ুন : পাথরঘাটায় চেয়ারম্যানের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগঅভিযান শেষে মাঝেরচরের অস্ত্র তৈরির আস্তানাটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করবে কোস্টগার্ড। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-০৬-১৮ bakibillah