করোনা পরীক্ষা কোথায়, কিভাবে করাবেন?

করোনা পরীক্ষা

বরগুনা অনলাইন : বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে খুব দ্রুত। এমন পরিস্থিতিতে সামান্য উপসর্গ দেখা দিলেই অনেকে আতঙ্কিত হয়ে পড়ছেন। কোথায় নমুনা পরীক্ষা করাবেন তা না জানায় অনেকে আবার পরীক্ষা না করে দিনের পর দিন বাসায় বসে থাকছেন। এতে করে সার্বিক পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠছে।

সবশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে ৪৯টি প্রতিষ্ঠান করোনাভাইরাস পরীক্ষা করছে। এছাড়া আরো কয়েকটি প্রতিষ্ঠান আছে, যারা শুধু নমুনা সংগ্রহ করে থাকে। সংগ্রহ করা নমুনা সরকার অনুমোদিত ল্যাবে পরীক্ষা করার পর ফলাফল জানিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে।

সরকারি হাসপাতালে করোনা পরীক্ষা করাতে কোনো টাকা দিতে হয় না। বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে সরকার নির্ধারণ করে দিয়েছে সাড়ে ৩ হাজার টাকা। হাসপাতালের প্রতিনিধিরা যদি বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করেন তবে দিতে হবে ৪ হাজার টাকা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নমুনা দিতে হলে আগে অনলাইনে ফরম পূরণ করতে হবে, যেটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে। এই ফরম পূরণ করার পর বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নম্বর ০১৫৫২১৪৬২০২ থেকে সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইলে একটি বার্তা যাবে। পরবর্তীতে সেই বার্তা দেখালেই নমুনা পরীক্ষা করা যাবে। ওই ফরম পূরণ করা ছাড়া নমুনা পরীক্ষার সুযোগ নেই বিএসএমএমইউতে।

কোথায় করাবেন করোনা টেস্ট

সরকারি ব্যবস্থাপনায় ঢাকার যেসব জায়গায় করোনা টেস্ট

১। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)।

২। ঢাকা মেডিকেল কলেজ।

৩। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল।

৪। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল।

৫। ঢাকা শিশু হাসপাতাল।

৬। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল।

৭। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

৮। চাইল্ড হেলথ কেয়ার রিসার্চ ফাউন্ডেশন।

৯। উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়।

১০। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট।

১১। আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি ও সিএমএইচ।

১২। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

১৩। আন্তর্জাতিক উদারাময় গবেষণা প্রতিষ্ঠান (আইসিডিডিআরবি)।

 

বেসরকারি ব্যবস্থাপনায় ঢাকার যেসব জায়গায় করোনা টেস্ট

১। স্কয়ার হসপিটাল।

২। ল্যাব এইড হসপিটাল।

৩। এভারকেয়ার হসপিটাল।

৪। প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেড।

৫। ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল।

৬। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল।

৭। এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল।

৮। ইউনাইটেড হসপিটাল লিমিটেড।

৯। বায়োমেড ডায়াগনস্টিক।

১০। ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

১১। বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস জেনারেল হসপিটাল।

১২। কেয়ার মেডিকেল কলেজ।

 

ঘর থেকে নমুনা সংগ্রহ:

অনেকে বাইরে না গিয়ে বাসায় থেকে সেবা পেতে চান। তাদের জন্য বাসা থেকে করোনা টেস্ট এর জন্য নমুনা সংগ্রহ করার ব্যবস্থা করেছে বেসরকারি কিছু প্রতিষ্ঠান।

প্রাভা হেলথ সেন্টার-  ফোন ১০৬৪৮, ডেলিভারি সময় ৪৮ ঘন্টা

CSBF হেলথ সেন্টার –  ফোন ০১৭৩০৭১৭০০৯, ডেলিভারি সময় ৪৮ ঘন্টা

YORK হাসপাতাল লিমিটেড – ফোন ০১৯৯২২২২৭৭৭, ডেলিভারি সময় ৭২ ঘন্টা

DMFR মলিকুলার ল্যাব এন্ড ডায়াগনস্টিক  – ফোন- ০৯৬০৬২১৩২৩৩

JKG হেলথ কেয়ার- ফোন- ০১৮৮০০০৫৪৭০, ০১৯২৬৬৮৯৫০৪-৬, ডেলিভারি সময় ৪৮ ঘন্টা

এই সেবা শুধুমাত্র ঢাকা ও আশেপাশের এলাকার জন্য প্রযোজ্য।

সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনা ছাড়াও ঢাকায় ঢাকার বিভিন্ন পয়েন্টে নমুনা সংগ্রহের জন্য অস্থায়ী বুথ স্থাপন করেছে ব্র্যাক। নমুনা সংগ্রহ করে তারা সরকার অনুমোদিত নির্দিষ্ট ল্যাবে পাঠিয়ে দেয়। ফলাফল আসলে তা জানিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে। যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) অর্থায়নে সারা দেশে তারা ক্রমান্বয়ে এমন ৬০০ বুথ স্থাপন করবে। এখন পর্যন্ত শুধু ঢাকায় তারা প্রায় ৩০টি বুথ স্থাপন করেছে, যেখানে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়। বুথগুলো হল-

১। সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুর-১৩।

২। ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর-১৩।

৩। আনোয়ারা মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বাউনিয়া।

৪। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, উত্তরা।

৫। উত্তরা হাই স্কুল, সেক্টর-৬, উত্তরা।

৬। ১০ নং কমিউনিটি সেন্টার (ডিএনসিসি), সেক্টর-৬, উত্তরা।

৭। উত্তরখান জেনারেল হাসপাতাল, উত্তরখান, ওয়ার্ড-৪৫।

৮। নবজাগরণ ক্লাব, ইসমাঈল দেওয়ান মহল্লা, আজমপুর, দক্ষিণখান।

৯। পল্টন কমিউনিটি সেন্টার, নয়াপল্টন।

১০। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (শুধুমাত্র পুলিশ সদস্যদের জন্য)।

১১। প্রেস ক্লাব, তোপখানা রোড।

১২। ৫০ নম্বর ওয়ার্ড যাত্রাবাড়ি কমিউনিটি সেন্টার, শহীদ ফারুক সড়ক, যাত্রাবাড়ি।

১৩। সুইপার কলোনী, দয়াগঞ্জ বস্তি, যাত্রাবাড়ি।

১৪। হাজী জুম্মন কমিউনিটি সেন্টার, নয়াবাজার মোড়, হাজী রশিদ লেন।

১৫। বাসাবো কমিউনিটি সেন্টার, বাসাবো।

১৬। ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সেগুনবাগিচা।

১৭। আমলিগোলা পার্ক ও কমিউনিটি সেন্টার, ধানমন্ডি।

১৮। সূচনা কমিউনিটি সেন্টার, মোহাম্মদপুর।

১৯। আসাদুজ্জামান খান কামাল কমিউনিটি সেন্টার, মধুবাগ, মগবাজার্

২০। মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম চৌধুরী কমিউনিটি সেন্টার, কামরাঙ্গীরচর।

২১। শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গি্

২২। উপজেলা হেলথ কমপ্লেক্স, সাভা্‌

এছাড়া জেকেজি নামে আরেকটি বেসরকারি সংস্থা বিনামূল্যে নমুনা সংগ্রহ করছে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায়। এ বিষয়ে বিশদ জানার জন্য ০১৭১১২৪৩০৭৬ নম্বরে যোগাযোগ করা যাবে। www.jkghealthcare.com ওয়েবসাইট থেকে জানা যাবে প্রয়োজনীয় তথ্য। তারাও ধীরে ধীরে বুথের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। বর্তমানে তাদের বুথগুলো হল-

১। পল্লীবন্ধু এরশাদ বিদ্যালয়, করাইল, বনানী।

২। রাজারবাগ পুলিশ লাইনস স্কুল (শুধুমাত্র পুলিশ সদস্যদের জন্য)।

৩। সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়, বাসাবো, খিলগাঁও।

৪। খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও।

৫। তিতুমীর কলেজ।

৬। নারায়ণগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ।

৭। এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়, সিদ্ধিরগঞ্জ।

 

ঢাকার বাইরে সরকারি ব্যবস্থাপনায় করোনা পরীক্ষা

১। চট্টগ্রাম মেডিকেল কলেজ।

২। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিকাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম।

৩। কুমিল্লা মেডিকেল কলেজ।

৪। কক্সবাজার মেডিকেল কলেজ।

৫। আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালি।

৬। নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

৭। ময়মনসিংহ মেডিকেল কলেজ।

৮। শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর।

৯। রাজশাহী মেডিকেল কলেজ।

১০। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া।

১১। রংপুর মেডিকেল কলেজ।

১২। এম আবদুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর।

১৩। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

১৪। খুলনা মেডিকেল কলেজ।

১৫। কুষ্টিয়া মেডিকেল কলেজ।

১৬। শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।

১৭। ফরিদপুর মেডিকেল কলেজ।

১৮। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল।

১৯। শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ।

২০। চিটাগাং ভেটেরেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সে ইনস্টিটিউট।

২১। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

২২। গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

 

ঢাকার বাইরে বেসরকারি ব্যবস্থাপনায় করোনা পরীক্ষা

১। টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রাফাতউল্লাহ কমিউনিটি হসপিটাল, বগুড়া

২। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেড, চট্টগ্রাম

সূত্র : বৈশাখী টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *