পাথরঘাটা প্রজন্ম লীগের সেই সভাপতি ইয়াবাসহ আটক

গোলাম কিবরিয়া, বার্তা সম্পাদক : প্রেমের প্রস্তাবে সাড়া না দিলে শিক্ষার্থীকে এসিড মেরে ঝলসে দেওয়ার হুমকি দেওয়া কিশোর গ্যাংয়ের প্রধান ও বরগুনার পাথরঘাটা পৌর প্রজন্ম লীগের সভাপতি সৈকত হোসেনকে (২১) ইয়াবাসহ আটক করেছে কোস্টগার্ড।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পাথরঘাটা উপজেলার বিষখালি-বলেশ্বর সংযোগ খালের মুন্সীরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সৈকত উপজেলার চরদুয়ানী ইউনিয়নে হোগলাপাশা গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে- চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের এক শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাবে সাড়া না দিলে এসিড নিক্ষেপের হুমকি দেন সৈকত। এর প্রতিবাদ‌ করায় দুই শিক্ষার্থীর হাত কেটে নেওয়ারও হুমকি দেয় কিশোর গ্যাং সৈকতের অনুসারী বেলাল, সাকিব, আসাদ, আমিনুল, রাজু, রুবেল, তুহিন ওরফে রনি, ইব্রাহিমসহ আরও অনেকে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার মেহেদী হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিষখালি ও বলেশ্বর নদের সংযোগ খালের মুন্সিরহাট ব্রিজ এলাকায় ইয়াবা বিক্রির সময় সৈকত হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *