প্রয়োজন ছাড়া বাইরে ঘুরতে বের হওয়ায় অভিনব শাস্তি

বরগুনা অনলাইন : সরকারের নির্দেশনা অমান্য করে বিনা প্রয়োজনে বাসার বাইরে বেরিয়েছিলেন তারা। করছিলেন বাজারে ঘোরাঘুরি। এমন দুই শতাধিক ব্যক্তিকে আটকের পর দুই ঘণ্টা রাস্তায় বসিয়ে রেখে ব্যতিক্রমী শাস্তি দিয়েছে বরগুনা পুলিশ।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাজারে আসার যথাযথ কারণ বলতে না পারায় বসিয়ে রাখা হয় বরগুনা সদর রোডে। ভবিষ্যতে জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে আর বের হবেন না- এমন অঙ্গীকার করে ছাড়া পান তারা।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান হোসেন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে অহেতুক চলাফেরা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বরগুনায় জনসমাগম এড়াতে মাছ বাজার ও কাঁচা বাজার জিলা স্কুলের সুবিশাল মাঠে স্থানান্তর করা হয়েছে। কিন্তু ওইসব ব্যক্তি সব ধরনের নির্দেশনা উপেক্ষা করে বাজারে এসে অহেতুক ঘোরাঘুরি করছিলেন। করোনা মোকাবিলায় বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করে ঘরেই অবস্থানের অনুরোধ জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *