বরগুনায় আটক ১, উগ্রবাদী বই ও অস্ত্র উদ্ধারের দাবি র‌্যাবের

বরগুনায় আটক ১, উগ্রবাদী বই ও অস্ত্র উদ্ধারের দাবি র‌্যাবের

গোলাম কিবরিয়া : বরগুনায় মো. আল আমীন সবুজ নামে এক জনকে আটক করেছে র‌্যাব-৮। র‌্যাবের দাবি সবুজ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য। শুক্রবার র‌্যাব-৮ পটুয়াখালীর একটি দল বরগুনা সদর উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থী বই, লিফলেট, একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করার কথা জানিয়েছে র‌্যাব।

আটক মো. আল আমীন সবুজ (২৫) বরগুনার কালিবাড়ী (কড়ইতলা) এলাকার মো. আ: খবিরের ছেলে।

র‌্যাব-৮ এর লিখিতভাবে জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমীন জেএমবি’র একজন গুরুত্বপূর্ণ সংগঠক ও সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য বলে স্বীকার করেছে। তিনি ওই সংগঠনের সদস্য ও সামরিক শাখার শক্তি বৃদ্ধির লক্ষ্যে ২০১১ সাল থেকে অন্য সদস্যদের নিয়ে বরগুনা, ঢাকা, চট্রগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, শেরপুর, পটুয়াখালী, খুলনা, যশোর জেলার বিভিন্ন এলাকায় গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছেন।

র‌্যাব-৮ আরও জানায়, মো. আল আমীন সবুজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাদের অন্যান্য সহযোগিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *