বরগুনায় মিষ্টির দোকান ও কারখানা সিলগালা

বরগুনা অনলাইন : অস্বাস্থ্যকর পরিবেশে পচা-বাসি উপকরণ দিয়ে বানানো মিষ্টি বিক্রির দায়ে বরগুনায় দোকান ও কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানার ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বরগুনা পৌরসভার ২নং ওয়ার্ডের ব্যাংক কলোনি এলাকায় আল-মদিনা সুইটসের কারখানায় রবিবার বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত এ পরিচালনা করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ ইব্রাহীম। সিলাগালা করে দেয়া ওই মিষ্টির কারখানা ও দোকানের মালিকের নাম মো. খলিলুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ ইব্রাহীম বলেন, ‘আল-মদিনা সুইটসের কারখানা থেকে পচা-বাসি উপকরণ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার ম্যানেজার মো. এনায়েত হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ওই কারখানা সিলগালা করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *