বরগুনায় ১০০ পরিবারকে পদক্ষেপের সহায়তা

বরগুনায় ১০০ পরিবারকে মানবিক উন্নয়ন কেন্দ্রের সহায়তা

মিরাজ খান : বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বরগুনার ১০০ পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, বরগুনার পক্ষ থেকে ঈদ উপহার ও খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করা হয়।

রোববার বিকাল ৪টার দিকে বরগুনা সার্কিট হাউজ মাঠে করোনা ভাইরাসের কারণে অসহায়, ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সহায়তা দেওয়া হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি লবন, ১টা সাবান, ২টা মাস্কসহ নগদ ২০০ টাকা করে দেয়া হয়।

এসময় এডিসি জেনারেল মোহাম্মদ নূর হোসেন সজল, পটুয়াখালী জোনাল ম্যানেজার মো. মোর্শেদুজ্জামান, ব্রাঞ্চ ম্যানেজার অজিত দেবনাথ,বরগুনা সদর ব্রাঞ্চের সকল স্টাফ উপস্থিত ছিলেন।

বিতরণকালে এডিসি মোহাম্মদ নূর হোসেন সজল বলেন- সরকারের পাশাপাশি সবাই যদি এগিয়ে আসে তাহলে কেউ না খেয়ে থাকবে না। আপনাদের মহতি উদ্যোগের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *