বামনায় ৭ জেডিসি পরীক্ষার্থী বহিষ্কার

বামনা

বরগুনা অনলাইন : অসদুপায় অবলম্বন করায় বরগুনার বামনায় সাত জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বামনা সদর আর রশিদ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর রশিদ এ বহিষ্কার আদেশ দেন।

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, জেডিসির আরবী দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করার অপরাধে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, গত দুই নভেম্বর ওই কেন্দ্র থেকে বামনা উপজেলার বুকাবুনিয়া মাহমুদিয়া দাখিল মাদ্রাসার তিনজন ভুয়া জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।

পরীক্ষা কেন্দ্রে ভুয়া পরীক্ষার্থী পাঠানোর জন্য বুকাবুনিয়া মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. নজরুল ইসলামকে পরীক্ষা কমিটি থেকে অব্যহতি দেয়া হয়েছে। সেই সঙ্গে তাকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *