বিষখালী পাল্টে দিচ্ছে বেতাগীর মানচিত্র আগস্ট ১৫, ২০২০; ৬:৪১ অপরাহ্ণ বেতাগী 426 বার দেখা হয়েছে বরগুনা অনলাইন : বরগুনার বেতাগীতে বিষখালী নদীর অব্যাহত ভাঙনে গুরুত্বপূর্ণ স্থাপনা নিশ্চিহ্ন হওয়ার উপক্রম হয়েছে। এতে প্রায় ১৫ হাজার পরিবার হুমকির মুখে পড়েছে। ফলে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। স্থানীয়রা জানান, বর্ষাকালে একটানা বর্ষণ এবং অমাবশ্যা ও পূর্ণিমার সময় জোয়ারে পানি বৃদ্ধি পায়। এছাড়া পৌর শহরের বিষখালী নদীর পশ্চিম দিকে শৌলজালিয়া এলাকায় ছৈলার চর নামক একটি নতুন চর জেগে ওঠায় ... বিস্তারিত »