গোলাম কিবরিয়া, বরগুনা অনলাইন : বরগুনায় হোটেল কক্ষে ইয়াবা সেবন ও জুয়া খেলার সময় বরগুনার বেতাগী সদর ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মহসিন ফয়সাল অপুসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনার তাজবিন হোটেলে অভিযান চালিয়ে পুলিশ ওই তিনজনকে আটক করে। এ সময় ওই কক্ষে তল্লাশি চালিয়ে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সদর থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদে শহরের তাজবিন হোটেলে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার অপর দুই সহযোগী আক্কাস শরীফ ও মোহসিনকে আটক করা হয়। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।’
এ বিষেয় বরগুনা সদর থানার ওসি তদন্ত মো: শহীদুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হবে।