মো. কামাল হোসেন খান, বেতাগী : বরগুনার বেতাগীর হোসনাবাদে এক যুবককে কবরস্থানে গাঁজা সেবনে বাধা দেয়ায় তিনজনকে কুপিয়ে জখম করেছে।
জানা গেছে, হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ বাসন্ডা গ্রামের মো. সাহেব আলী’র ছেলে পারভেজ গত শনিবার সন্ধ্যার দিকে ওই গ্রামের একটি কবরস্থানেগাঁজা টানার সময় একই এলাকার হেলাল নামে এক যুবক বাধা দেয়। এ কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা দুজন ওই কবরস্থান থেকে চলে যায়। রাত ৮ টার দিকে পারভেজ তাঁর বাবা সাহেব আলী ও এলাকার শাকিল, রবিউল, সরোয়ার, সাইফুলসহ বেশ কয়েকজনকে সাথে নিয়ে দাও দিয়ে এলোপাথারিভাবে হেলাল, আনেস, আব্দুল খালেককে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
আহতাবস্থায় তাদেরকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের -ই- বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) পাঠানো হয়।
অভিযুক্ত পারভেজ বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিতর্ক হয়। আমাদের আক্রমণ করলে বাঁধা দিতে গেলে তারা আহত হয়েছে।’
এ ব্যাপারে ৬ জনকে আসামি করে বেতাগী থানায় মামলা হয়েছে। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। মামলা নং ৯/২০২০। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।