করোনা : বরগুনায় নার্সের মাসহ মোট আক্রান্ত ১৭ বিভাগঃ বরগুনা সদর এপ্রিল ২৩, ২০২০; ৩:৩০ পূর্বাহ্ণ 625 বার দেখা হয়েছে বরগুনা অনলাইন : ক্রমেই বেড়ে চলছে করোনো আক্রান্তের সংখ্যা। জেলায় নতুন করে আরও চারজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন করে সংক্রমিতদের মধ্যে বরগুনা সদর উপজেলার একজন, বামনা উপজেলার একজন, আমতলীর একজন এবং বেতাগী উপজেলার একজন রয়েছেন। এদের মধ্যে একজন মধ্যবয়সী নারী। তিনি বরগুনা জেলার করোনা আক্রান্ত প্রথম নারী এবং বরগুনা হাসপাতালে কর্মরত একজন নার্সের মা। এ নিয়ে বরগুনা জেলায় মোট ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বরগুনা সদরের ৮ জন, বেতাগী উপজেলার ২ জন, বামনা উপজেলার ৪ জন এবং আমতলী উপজেলার ৩ জন। শুধুমাত্র বামনা উপজেলার একই পরিবারের বাপ-ছেলে দু’জন ব্যতিত বাকি সবাই ঢাকা ও নারায়নগঞ্জ থেকে এলাকায় এসেছেন। আক্রান্তদের মধ্যে দু’জন মারা গেছেন। আরো পড়ুন : ছাত্রলীগ ও তরুণ লীগের পৃথক মহড়া, বরগুনা শহরে আতঙ্কএদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম দেলোয়ারের পরিবার ও স্বজনদের আরো ৩৫ জন ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। ওই ৩৫ জনের কারো শরীরেই করোনার উপস্থিতি পাওয়া যায়নি। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint বরগুনা বরগুনায় করোনা ২০২০-০৪-২৩ bakibillah