মো: মিরাজ খান : থানায় জিডি করার কারণে সাইফুল ইসলাম নামের এক ফার্মাসিস্টকে পরিকল্পিতভাবে ইট দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে বরগুনা সদর উপজেলার বাবুগঞ্জ এলাকার ইব্রাহিম হোসেন মুন্না নামের এক যুবক ও তার মা হাওয়ানূর বেগম। এ ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাবুগঞ্জ বাজারের ব্যবসায়ীরা বুধবার সকাল ১১টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্ষোভ করেছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাবুগঞ্জ বাজারে সাইফুলের ওষুধের দোকানে ঢুকে এ হামলা চালানো হয়। এতে সাইফুল ইসলাম গুরুতর আহত হয় এবং আহত অবস্থায় তাকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাবুগঞ্জ ফাঁড়ি পুলিশ
হাওয়া নূর বেগম ও তার ছেলে ইব্রাহিম হোসেন মুন্নাকে আটক করেছে।
বাবুগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক রনজিত কুমার সরকার বলেছেন, হাওয়া নূর ও ইব্রাহিম হোসেন মুন্না নামের দুজনকে ঘটনাস্থল থেকেই আটক করে বরগুনা সদর থানায় প্রেরণ করেছি। এ ঘটনায় সাইফুলের শশুর এনামুল হক মৃধা একটি অভিযোগপত্র দাখিল করেছেন। সেই পরিপ্রেক্ষিতে আসামিদের কোর্টে পাঠানো হয়েছে।