গোলাম কিবরিয়া, বার্তা সম্পাদক:বরগুনায় নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণ বিষয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল তিনটা ৩০ মিনিটের সময় বরগুনা রেডক্রিসেন্ট প্লাজার ২য় তলায় সম্মেলন কক্ষে মতবিনিময় ও আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া। অনুষ্ঠানের আয়োজন ও সহযোগিতায় ছিল ব্রাক ব্যাংক, বাংলাদেশ মোবাইল ইয়ূথ পার্লামেন্ট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা জেলা মহিলা অধিদপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা মেহরুন নাহার মুন্নী, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো. রফিক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় অভিভাবকরা বলেন, আমাদের সমাজের মানুষ একজনের বিপদে আরেকজন এগিয়ে আসেনা। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একজনের বিপদে আর একজন এগিয়ে আসতে হবে। সবাই একত্রিত হয়ে প্রতিবাদ করলে একসময় সমাজ থেকে নির্মূল হয়ে যাবে।