গোলাম কিবরিয়া, বার্তা সম্পাদক: বরগুনার তালতলীতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়ছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে তালতলী-ফকিরহাট সড়কের ছোটভাইজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু পাথরঘাটা উপজেলার ছোটভাইজোড়া এলাকার স’মিল শ্রমিক সুমন মোল্লার ছেলে। এ ঘটনায় ড্রাইভার ইমরানকে (২৬) আটক করেছে পুলিশ।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বলেন, তালতলী-ফকিরহাট সড়ক দিয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে একটি ব্যাটারি চালিত অটো গাড়িতে থাক্কা খেয়ে চাকার নিচে পড়ে আহত হয় শিশু হাসান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক শিশু হাসানকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। আভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।