সভাপতি-ছিদ্দিকুর রহমান, সম্পাদক-মিজানুর রহমান
তালতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার তালতলী রিপোর্টার্স ইউনিটির ২০১৯ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বিকেল ৫টায় তালতলী রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে ইউনিটির সভাপতি কে.এম.রিয়াজুল ইসলাম রাজুর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে প্রভাষক মোঃ ছিদ্দিকুর রহমানকে সভাপতি, ডাঃ মোঃ ইদ্রিচুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক, মোঃ মেহেদী হাসান সোহানকে যুগ্ম সম্পাদক, মল্লিক মোঃ জামাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক, রতন কুমার বিশ্বাসকে কোষাধ্যক্ষ, মোঃ মাহমুদুল হাসানকে প্রচার সম্পাদক, মোঃ মহিবুল্লাহ সিকদারকে ক্রীড়া বিষয়ক সম্পাদক, কে.এম.রিয়াজুল ইসলাম রাজুকে সদস্য করে ২০১৯ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি গঠন করা হয়।