গোলাম কিবরিয়া,বার্তা সম্পাদক : বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের রায়ের তবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
সুপারি দেয়ার দেয়ার কথা বলে ওই শিক্ষার্থীকে সোমবার দুপুরের দিকে বাড়িতে ডেকে নিয়ে দরজা জানালা আটকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টার করে একই এলাকার কদম মোল্লা। খবর পেয়ে মেয়ের ভাই (১৩) এলাকার লোকজন নিয়ে দরজা জানালা ভেঙে বোনকে উদ্ধার করে।
উদ্ধারের সময় কদম মোল্লা ভিকটিমের ভাইকে দাও দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।
পরে পুলিশকে খবর দিলে রাতেই কদম মোল্লাকে রায়েরতবক থেকে আটক করে। কদম মোল্লা একই এলাকার হাসেম মোল্লার ছেলে।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম বলেন, কদম মোল্লার নামে ধর্ষণের চেষ্টা ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।