দুলাল-তাজেনুরের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছালেন ইউএনও বিভাগঃ বরগুনা সদর মে ৩০, ২০২০; ১১:০২ পূর্বাহ্ণ 395 বার দেখা হয়েছে বরগুনা অনলাইন : বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নে প্রতিবন্ধী দুই ভাই-বোনের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। বরগুনা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার শুক্রবার (২৯ মে) দুপুরে খাদ্য সহায়তা নিয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমারকে তাজেনুর ও দুলালের বাড়িতে পাঠান। তাজেনুর ও দুলাল দুজনেই প্রতিবন্ধী। করোনার কারণে তারা বাড়িতে অবস্থান করছেন। তাই এবপ্রকার খেয়ে-না খেয়ে জীবনযাপন করছিলেন। এ নিয়ে বরগুনা অনলাইনসহ কয়েকটি সংবাদপত্রে খবর প্রকাশ হওয়ার পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর হয়। পরে তিনি তাদের বাড়িতে ৪০ কেজি চাল পাঠানোর ব্যবস্থা করেন। এছাড়াও স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী দুলাল-তাজেনুরকে তেল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, হলুদ ও মরিচ কিনে দেন। আরো পড়ুন : সুদ ব্যবসায়ীকে সালাম না দেওয়ায় দিনমজুরকে নির্যাতনউপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার বলেন, ‘দুলাল ও তাজেনুরেরর বিষয়টি জানার পরই আমি তাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছানোর উদ্যোগ নেই। গণমাধ্যমকর্মীরা ওই দুজনের সমস্যার বিষয়টি তুলে ধরার ফলেই আমি সহায়তা প্রদান করতে সমর্থ হয়েছি। আমরা পরবর্তীতেও তাদের ব্যাপারে খোঁজ রাখব।’ আরো পড়ুন : করোনাকালে দুমুঠো খাবার জোটে না এই দুই প্রতিবন্ধীর শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-০৫-৩০ bakibillah