বরগুনার পাথরঘাটায় মাদকবিরোধী সমাবেশ ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার সময় পাথরঘাটা থানা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন পিপিএম।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির, পাথরঘাটা অতিরিক্ত পুলিশ সুপার বিএম আশরাফ উল্যাহ তাহের, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, পাথরঘাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু প্রমুখ।