Home » আমার বরগুনা » পাথরঘাটা » পাথরঘাটায় কিশোরের আত্মহত্যা

পাথরঘাটায় কিশোরের আত্মহত্যা

পাথরঘাটার রায়হানপুর গ্রামে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্যহত্যা করেছে খোকন (১২)নামের এক কিশোর। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত খোকন কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র ছিল। তার বাবার নাম আবদুস সোবাহান হাওলাদার।

পাথরঘাটা থানার ওসি শাহ নেওয়াজ জানান, ঘটনার দিন বিকেলে খোকন তার ছোট ভাই রূপকের সাথে মার্বেল খেলছিল। এ সময় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। এতে তার মা ফাতেমা বেগম বড় ছেলে খোকনকে বকাঝকা করে মাগরিবের নামাজ পড়তে ঘরের দ্বোতলায় চলে যান। নামাজ শেষে তিনি নিচে নেমে ঘরের আড়ার সাথে খোকনের লাশ ঝুলতে দেখেন। গলায় গামছা বেঁধে খোকন আত্মহত্যা করে।

খোকনের লাশ ময়নাতদন্ত ছাড়াই আজ বুধবার সকালে দাফন করা হয়েছে।