পাথরঘাটায় দুটি জীবিত হরিণ ও ১৪০ কেজি মাংস জব্দ বিভাগঃ পাথরঘাটা আগস্ট ২৩, ২০১৫; ১০:২৭ পূর্বাহ্ণ 758 বার দেখা হয়েছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে দুটি জীবিত হরিণ উদ্ধার করেছে কোস্ট গার্ড। একই সাথে উদ্ধার করা হয়েছে হরিণের ১৪০ কেজি মাংস। রোববার ভোর রাত তিনটার দিকে উপজেলার বাদুরতলা এলাকায় বিষখালী নদীতে থাকা একটি ট্রলার থেকে এই হরিণ ও হরিণের মাংস উদ্ধার করা হয়। ট্রলারটি জব্দ করেছে কোস্ট গার্ড। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। কোস্ট গার্ডের পাথরঘাটার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদীতে অবস্থানরত একটি ট্রলারকে ধাওয়া করা হয়। একপর্যায়ে ট্রলারটি বাদুরতলা এলাকায় নদীর পাশে নোঙর করে। ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। পরে ট্রলার থেকে দুটি জীবিত হরিণ ও হরিণের বিপুল পরিমাণ মাংস উদ্ধার করা হয়। সকাল সাড়ে নয়টার দিকে ওই হরিণ ও হরিণের মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। আরো পড়ুন : বরগুনায় ব্যক্তি উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণপাথরঘাটা সদর বন বিভাগের বিট কর্মকর্তা মো. হুমায়ুন কবির তালুকদার বলেন, মেপে দেখা গেছে, উদ্ধার হওয়া হরিণের মাংসের ওজন ১৪০ কেজি। এই মাংস নষ্ট করে মাটিতে পুতে ফেলা হবে। এ ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জীবিত হরিণ দুটি বনে অবমুক্ত করা হবে। এ ঘটনায় মামলা হবে। সূত্র : প্রথম আলো শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০১৫-০৮-২৩ Barguna Online