পাথরঘাটায় ভুয়া পুলিশ আটক

বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে খলিলুর রহমান (২৬) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তি (পুলিশ) বরগুনা সদর উপজেলার ঢলুয়া গ্রামের মকবুল খানের ছেলে খলিলুর রহমান।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি.এম. শাহনেওয়াজ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকদিন ধরে পাথরঘাটা পৌর শহরের বিভিন্ন জায়গা থেকে পুলিশের সদস্য পরিচয় দিয়ে বাকিতে মাছ ও নিত্যপ্রয়োজনীয় মালামাল ক্রয় করছিলেন। শুক্রবার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা ওই ব্যক্তিকে আটক করে পাথরঘাটা থানায় সোপর্দ করে।

বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *