গোলাম কিবরিয়া, বরগুনা অনলাইন : মরণব্যাধি করোনা মহামারিতে সম্মুখ যোদ্ধাদের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা প্রদান এবং নিজ দায়িত্ব পালন করায় সম্মাননা স্মারক প্রদান করেছে বরগুনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।
শনিবার (১১ জুলাই) বিকেল তিনটার দিকে নবনির্মিত বরগুনা হাসপাতালের সম্মেলন কক্ষে এই সম্মাননা অনুষ্ঠিত হয়। বরগুনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. ফেরদৌস রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা সিভিল সার্জন ডা. হুমায়ুন খান শাহীন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন, স্বাধীনতা চিকিৎসা পরিষদের প্রচার সম্পাদক ও বরগুনা মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ডা. মাহবুবুর রহমান কচি।
সিভিল সার্জন ডাঃ হুমায়ুন খান শাহীন বলেন, এই সংকটকালে চিকিৎসকদের এমন ত্যাগ সত্যিই প্রসংশনীয়। জেলাবাসীর পক্ষ থেকে সকল করোনা যোদ্ধাদের জানাই অভিনন্দন। এই মহতী উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।