নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা প্রশাসন ও টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে বরগুনায় দিনব্যাপী ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে ছিল ইলিশের বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্টল ইলিশের প্রদর্শনী, রকমারী ইলিশের খাবার তৈরি, কুইজ প্রতিযোগিতা, ইলিশ বিষয়ক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার বরগুনা সার্কিট হাউস ময়দানে ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ সম্ভুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মারুফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুব আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর, পৌর মেয়র শাহাদাত হোসেন, প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ. রশিদ মিয়া, এনজিও ফোরামের সভাপতি মোতালেব মৃধা, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল প্রমুখ।