বরগুনায় করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু বিভাগঃ বরগুনা সদর জুলাই ১৩, ২০২০; ১০:৩৭ অপরাহ্ণ 369 বার দেখা হয়েছে গোলাম কিবরিয়া,বার্তা সম্পাদক : বরগুনা জেনারেল হাসপাতালে আজ সোমবার দুপুর ১টার দিকে করোনা উপসর্গ নিয়ে আব্দুস ছালাম (৭০) নামের একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আজ ভোর সাড়ে চারটার দিকে জাহাঙ্গীর আলম খান (৬০) নামের অপর একজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭ টার দিকে আব্দুস ছালামকে তার স্ত্রী ও আত্মীয় স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। এ সময় তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে করোনা ইউনিটে ভর্তি করে অক্সিজেন দেয়া হয়। এসময় তার অবস্থা গুরুতর হলে তাকে আ্যম্বুলেন্সে করে বরিশাল পাঠানো হয়। বরিশাল যাবার পথে তার মৃত্যু হয়। জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা:সোহরাফ হোসেন বলেন, জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর আমরা আবদুস ছালামকে উন্নত চিকিৎসার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। আরো পড়ুন : বরগুনায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১আব্দুস ছালামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের গাবতলি গ্রামে। তিনি বরগুনার ফুলঝুরি বাজারে ঔষধের ব্যবসা করতেন। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-০৭-১৩ bakibillah