গোলাম কিবরিয়া : জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করেছেন বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান শরীফ ইলিয়াস আহমেদ স্বপন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ইউনিয়নের আটশ পঁচাশিজন জেলের মাঝে প্রত্যেককে প্রতিমাসে ৪০ কেজি করে ২ মাসের ৮০ কেজি চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের ট্যাগ অফিসার বিভাস কুমার,সহকারী উপজেলা মৎস্য অফিসার রুহুল আমীনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিতরণকালে চেয়ারম্যান শরীফ ইলিয়াস আহমেদ স্বপন সাংবাদিকদের বলেন, কোভিড ১৯ এর প্রভাবে জেলেরা নদীতে মাছ ধরতে পারছে না। এছাড়া মা ইলিশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ভিজিএফের চাল বিতরণ করেছি।