বরগুনায় ২২ আইসোলেশন বেড প্রস্তুত

বরগুনা অনলাইন : করোনার প্রাদুর্ভাব মোকাবিলা স্বরূপ ১ হাজার পিপিই জেনারেল হাসপাতালে পৌঁছেছে। এছাড়া উপজেলায় করোনায় আক্রান্তদের আইসোলেশনে রাখার জন্য ২২টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলার করোন বিষয়ক তত্বাবধায়ক ডাক্তার মো: সোহরাব উদ্দিন জানান, রোববার সকালে ১ হাজার পিপিই আমার হাতে এসে পৌছেছে, বর্তমানে করোনা সন্দেহজনক কোনো রোগী নেই। এ যাবত মোট ৪ জন রোগীকে করোনা সন্দেহে ভর্তি করা হয়েছিল। তারমধ্যে ৩ জনের নমুনা আইইসিআরে পরীক্ষা করা হয়। ৩ জনের ফলই নেগেটিভ আসে। অন্যজনের করোনার লক্ষণ না থাকায় পরীক্ষার প্রয়োজন হয়নি।

বরগুনা সিভিল সার্জন ডা. হুমায়ুন খান শাহিন খান জানান, পুরো জেলার জন্য বিগত দিনে এক হাজার এবং আজ এক হাজারসহ মোট দুই হাজার পিপিই পেয়েছি, অবস্থানুযায়ী সকল উপজেলা হাসপাতালে বন্টন করা হবে। পথরঘাটা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের জন্য ১০ বেড এবং বামনা, বেতাগী, আমতলী ও তালতলীতে ৩ বেড করে মোট বাইশ বেড সম্পূর্ন প্রস্তুত করা হয়েছে। তবে কোনো রোগী ভর্তি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *