----

বরগুনায় ৭ দিনব্যাপী বৃক্ষমেলা

পাহাড় সমতল উপকূলে গাছ লাগাই সবাই মিলে,দিন বদলের বাংলাদেশ ফল বৃক্ষে ভরবো দেশ” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৭দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্ধোধন করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। জেলা প্রশাসন, বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করে।

মেলা উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদর্শন শেষে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেষ হয়।

অনুষ্ঠানের সভাপতি বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ জাহাঙ্গীর কবির, সদর উপজেলা চেয়ারম্যান আব্বাছ হোসেন মন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.হাবিবুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মেহের কুমার দো, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অশোক কুমার হালদার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আ. ছালাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ আ. রশিদ, সহকারী পুলিশ সুপার কাইউম, সহকারী বন সংরক্ষক মো. আলতাফ হোসেন ও বরগুনা জেলা প্রেসক্লাবের সভাপতি তালুকদার মো. মাসউদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিবিডিপির নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন মিরাজ।

২০ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত মেলা চলবে। এ মেলায় ছোট বড় ৪০টির মতো স্টল নির্মাণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *