অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বানে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সোমবার বেলা ১১টার সময় পাথরঘাটা পৌর শহরের খাসকাচারী মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে সুজনের পাথরঘাটা উপজেলা কমিটি।
সুজনের পাথরঘাটা উপজেলা কমিটির সহসভাপতি অমল চন্দ্র নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন- সুজনের বরগুনা জেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কাদের। জনগণের মুখোমুখি অনুষ্ঠানে প্রার্থীদের মধ্যে অংশ নেন- বরগুনা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকত হাচানুর রহমান রিমন, ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী বশির উদ্দিন বিশ্বাস। প্রার্থীরা পরস্পরের হাত ধরে শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার করেন।আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকত হাচানুর রহমান রিমন বলেন, এলাকার উন্নয়নসহ মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিহত করব। আমি বিজয়ী হলে চার খলিফার শাসন ব্যবস্থা কায়েম করব। এজন্য তিনি জনগণের সহযোগিতা চান। ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী বশির উদ্দিন বিশ্বাস বলেন, আমি বিজয়ী হলে তিন উপজেলায় ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতাল করব এবং প্রতি উপজেলায় শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) মসজিদ নির্মাণ করব।