Home » আমার বরগুনা » বামনা » বামনায় করোনা উপস্বর্গ নিয়ে একজনের মৃত্যু

বামনায় করোনা উপস্বর্গ নিয়ে একজনের মৃত্যু

গোলাম কিবরিয়া, বার্তা সম্পাদক : বরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সফিপুর গ্রামে করোনা উপস্বর্গ নিয়ে শারমিন (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বামনার সদর ইউনিয়নের পশ্চিম সফিপুর গ্রামের মোঃ শাহ আলমের মেয়ে শারমিন নভেম্বর মাসে ঢাকায় তার খালার বাসায় বেড়াতে যায়। করোনা মহামারীর কারণে সারাদেশে লকডাউন ঘোষণা হলে ঢাকায় আটকে পরে সে। ঢাকায় থাকাকালীন গত ঈদ-উল-ফিতরের পর থেকেই তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময়ে তার অবস্থার অবনতি হলে তিনদিন আগে তাকে ঢাকা থেকে নিজ বাড়িতে আনা হয়। আজ ৯ জুন মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি নিলে বাড়িতেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর টিএইচএ মো: মনিরুজ্জামান বলেন, খবর পেয়েই হাসপাতাল থেকে নমুনা সংগ্রহের জন্য টিম পাঠানো হয়েছে। রিপোর্ট এলে জানা যাবে সে করোনা পজিটিভ ছিল কি-না।