গোলাম কিবরিয়া, বার্তা সম্পাদক : বরগুনার বামনা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বিকাল ৪টায় উপজেলার পশ্চিম সফিপুর গ্রামে অবস্থিত নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। পরে এতিমদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি মো. মোস্তফা তারেক চৌধূরী, উপজেলা আহ্বায়ক দিপু সিকদার, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম বাচ্চু মোল্লা, সদস্য আকতার হোসেন আজিম, রামনা ইউনিয়ন আহ্বায়ক সোহাগ খান প্রমূখ।