বামনায় তারেক রহমানের জন্মবার্ষিকী পালিত বিভাগঃ বামনা নভেম্বর ২১, ২০২০; ১০:০৬ অপরাহ্ণ 309 বার দেখা হয়েছে গোলাম কিবরিয়া, বার্তা সম্পাদক : বরগুনার বামনা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিকাল ৪টায় উপজেলার পশ্চিম সফিপুর গ্রামে অবস্থিত নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। পরে এতিমদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি মো. মোস্তফা তারেক চৌধূরী, উপজেলা আহ্বায়ক দিপু সিকদার, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম বাচ্চু মোল্লা, সদস্য আকতার হোসেন আজিম, রামনা ইউনিয়ন আহ্বায়ক সোহাগ খান প্রমূখ। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrintআরো পড়ুন : বামনায় গভীররাতে খলিল চৌধুরীর ঘরে চুরি ২০২০-১১-২১ bakibillah