বেতাগীতে স্যানিটারি উদ্যোক্তাদের প্রশিক্ষণ বিভাগঃ বেতাগী জুন ২৩, ২০২০; ১২:০৭ পূর্বাহ্ণ 395 বার দেখা হয়েছে মো. কামাল হোসেন খান, বেতাগী : বরগুনার বেতাগীততে স্থানীয় স্যানিটারি উদ্যোক্তাদের অর্থ বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ সোমবার পৌরসভার ৫ নং ওয়ার্ডের স্লোব বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। স্লোব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কিশোর কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা দেন, মনিটরিং কর্মকর্তা আকবর হোসেন, দৈনিক নয়া দিগন্তের উপজেলা সংবাদদাতা মো. কামাল হোসেন খান, প্রকল্প কর্মকর্তা তানিয়া আফরোজ ও তহমিনা বেগম। এ প্রশিক্ষণে ২০ জন অংশগ্রহণ করেন। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrintআরো পড়ুন : বেতাগীতে ত্রাণের নামে অর্থ আদায়ের অভিযোগ ২০২০-০৬-২৩ bakibillah